Sunday, 22 June 2014

SIP : সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান

SIP : সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান

SIP  সঞ্চয় ও বিনিয়োগের ক্ষেত্রে সবচাইতে  কার্যকর পন্থা। এই পদ্ধতির মাধ্যমে আপনি প্রতিমাসে বা নির্দিষ্ট সময় অন্তর অন্তর  মিউচ্যুয়াল ফান্ডে বা সরাসরি শেয়ার বাজারে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করবেন। এতে বিনিয়োগের স্বল্পকালীন ঝুকি কমে যায়। নিয়মানুবর্তিতার সঙ্গে এই প্রক্রিয়াটি চালিয়ে দীর্ঘকালীন সময়ের জন্য চালিয়ে যেতে পারলে আপনার সম্পদ তৈরীর লক্ষ্য নিশ্চিতভাবে পূরণ হবে। 

মিউচ্যুয়াল ফান্ডে SIP করতে চাইলে মিক্ষচ্যুয়াল ফান্ডের যেকোন নির্দিষ্ট একটি স্কীম পছন্দ করা অ্যাপ্লিকেশনের সঙ্গে  KYC ফর্ম ফিলআপ করতে হবে। প্রথম মাসের প্রিমিয়াম আপনাকে চেক মারফৎ দিতে হবে। পরবর্তীতে আপনার ইচ্ছা অনুযায়ী প্রতি মাসের প্রিমিয়াম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট তারিখে আপনার পছন্দকৃত মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট কেনা হবে হবে তা আপনার SIP অ্যাকাউন্টে জমা হবে।  বছরে ৫০,০০০/– টাকার বেশী SIP  করার জন্য আপনার প্যান কার্ড থাকা বাঞ্ছনীয়। 

SIP সংক্রান্ত সকল তথ্য আপনার ইমেইল অ্যাকাউন্টে ও আপনার মোবাইলে  আপনি জানতে পারবেন।  SIP করার এক বছর পর আপনি যে কোন সময় আপনি SIP স্কীমটি বন্ধ করে দিতে পারেন। প্রয়োজনে আপনি নির্দিষ্ট SIP স্কীমে অতিরিক্ত ইউনিট কিনতে পারবেন। আপনি যে কোন সময় আপনার SIP অ্যাকাউন্ট থেকে আপনার ইচ্ছা অনুযায়ী আপনার ফান্ডের ইউনিট বিক্রি করতে পারবেন। 

আপনার যদি ডিম্যাট অ্যাকাউন্ট খোলা থাকে তবে আপনি  শেয়ার ও ETF কেনার মাধ্যমেই আপনার পছন্দমতো SIP করতে পারবেন।  HappyInvesting.in

No comments: