Saturday, 21 June 2014

শেয়ার কি ?

শেয়ার হল একধরণের লগ্নীপত্র। সরকার যেমন বিভিন্ন লগ্নিপত্রের (যেমন : কিষাণ বিকাস পত্র, এন.এস.সি, প্রভৃতি) মাধ্যমে বাজার থেকে অর্থ সংগ্রহ করে থাকে, তেমনি বিভিন্ন কোম্পানী তাদের ব্যবসাকে গড়ে তোলা তথা বৃদ্ধির লক্ষ্যে বিনিয়োগকারীর কাছে এই শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করে থাকে।

প্রাথমিক অবস্থায় কোন কোম্পানি বাজারে শেয়ার ছাড়লে তাকে স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত  হতে হয়। এই নথিভুক্তির সময়  বা আগে যে শেয়ার ছাড়া হয় তাকে বলে IPO (Initial Public Offer)। এই IPO যারা  কেনেন তারাই পরবর্তীতে সেই কোম্পানীর Equity শেয়ারের মালিক হন।

এক্সচেঞ্জে কোম্পানি নথিভূক্ত হবার পরেও আপনি এক্সচেঞ্জ থেকে সরাসরি শেয়ার কিনে আপনি Equity শেয়ারের মালিক হতে পারেন। এক্ষেত্রে আপনার একটি ডিম্যাট অ্যাকাউন্ট থাকতে হবে এক্সচেঞ্জে নথিভুক্ত যেকোন  শেয়ার দালাল বা ব্রোকারের কাছে। শেয়ার দালাল বা ব্রোকার ছাড়া আপনি শেয়ার কিনতে পারবেন না।

কোন কোম্পানির Equity শেয়ার কেনা মানে সেই কম্পানীর লাভ বা লোকসানের অংশীদার হওয়া। কোম্পানীর লাভ হলে আপনার শেয়ারের দাম বাড়বে। আপনার হাতে থাকা সেই নির্দিষ্ট কোম্পানির শেয়ার অন্যরা কিনতে আগ্রহী হবে। কোম্পানির লোকসান হলে আপনার শেয়ারের দাম কমবে কারণ আপনার হাতে থাকা সেই কোম্পানির শেয়ার অন্য কেউ কিনতে কম আগ্রহ দেখাবে। কোন কম্পানির শেয়ার আপনার কাছে থাকলে আপনি সেই কোম্পানির কাছ থেকে সময়ে সময়ে কোম্পানির লভ্যাংশ বা ডিবিডেন্ড পাবেন। যার উপরে আপনাকে কোন ট্যাক্স দিতে হবে না।

No comments: