Saturday, 21 June 2014

Gold ETF : সোনায় সোহাগা


সোনাতে বিনিয়োগের সেরা মাধ্যম Gold ETF. 
আপনার গয়নার সখ থাকলে কোন কথা নেই। কিন্তু আপনি যদি সোনাতে বিনিয়োগের মাধ্যম হিসেবে সোনার গয়নাকে বেছে নেন তাহলে আপনাকে আমাদের পরামর্শ। আপনি http://nsegold.com/ এই ওয়েবসাইটটি একবার দেখে নিন। Gold ETF-এর মাধ্যমে সোনাতে বিনিয়োগ সবচাইতে বিচক্ষণতার পরিচয়। এতে না আছে কোন হারানোর ভয়। না আছে চুরি যাওয়ার, না আছে 'খাদ" মেশানোর চিন্তা। বিভিন্ন ব্যাঙ্কের Gold ETF আপনি যখন ইচ্ছে ১ গ্রামের গুণিতক হারে কিনতে পারেন। এর জন্য আপনাকে যে কোন শেয়ার ব্রোকারের কাছে একটি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। আপনার সোনা আপনার ডিম্যাট অ্যাকাউন্টে সুরক্ষিত থাকবে। এর জন্য আপনাকে দোকানে যেতে হবে না। আপনাকে কোন লকারর খরচ যোগাতে হবে। যখন ইচ্ছে  প্রয়োজনে বিক্রি করতে পারবেন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার বিক্রিত অর্থ চলে আসবে। তাই আজই বিস্তারিত জানতে উপরের লিঙ্কটি দেখুন ও ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। 

No comments: