শেয়ার কেনার ক্ষেত্রে প্রাথমিক শর্ত আপনার একটি ডিম্যাট অ্যাকাউন্ট থাকতে হবে।
ডিম্যাট অ্যাকাউন্ট কি :
ডিম্যাট অ্যাকাউন্ট কি :
১৯৯২ সালে হর্ষদ মেহতা কেলেঙ্কারী ঘটে ভারতীয় শেয়ার বাজারে। পরবর্তীতে ১৯৯৬ সালে ভারতের শেয়ার বাজারে আধুনিকীকরণ শুরু হয়। চালু হয় ডিম্যাট অ্যাকাউন্ট। ডিম্যাট অ্যাকাউন্ট হল আপনার ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের মতো। এই অ্যাকাউন্টে আপনার কেনা যাবতীয় শেয়ার জমা থাকবে। ১৯৯৬ সালের অাগে আপনি শেয়ার কিনলে তা সাটিফিকেট হিসাবে আপনার হাতে আসত। বেশ কিছু লোকের কাছে এখনো শেয়ার সার্টিফিকেট আছে। কিন্তু সেগুলি বিক্রি করতে চাইলে তাদের ডিম্যাট অ্যাকাউন্ট করতে হবে সেবি ও এক্সচেঞ্জ নথিভুক্ত কোন ব্রোকারের বা সাব–ব্রোকারের কাছে।
ট্রেডিং অ্যাকাউন্ট :
ডিম্যাট অ্যাকাউন্টের সঙ্গে আপনাকে একটি ট্রেডিং অ্যাকাউন্ট করতে হবে, যাতে আপনার আর্থিক লেনদেনের হিসাব থাকেবে। ট্রেডিং অ্যাকাউন্টের নম্বর ধরেই আপনি ব্রোকারের মাধ্যমে শেয়ার কেনাবেচা করবেন।
এই দুটি অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে যে তথ্যগুলি দিতে হবে।
১) আপনার পরিচিতি পত্র (ভোটার কার্ড / পাসপোর্ট / আধার কার্ড)
২) প্যান কার্ড ৩) ব্যাঙ্কের অ্যাকাউন্টের প্রমাণপত্র ৪) পাসপোর্ট ফটো
৫) আপনার ব্যাঙ্কের চেকবই থাকতে হবে। কারণ শেয়ার কেনাবেচার কোন লেনদেনই নগদে হয় না। শেয়ার কেনার জন্য আপনাকে চেক বা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে টাকা আপনার ট্রেডিং অ্যাকাউন্টে পাঠাতে হবে। তারপরই আপনি শেয়ার কিনতে পারবেন। যা আপনার ডিম্যাট অ্যাকাউন্টে সুরক্ষিত থাকবে।
No comments:
Post a Comment