ঠিক তাই। শেয়ার বাজারের বিনিয়োগে একটুও ভয় নেই। আপনার জন্য আছে ETF ( Exchange Traded Fund )। গোটা পৃথিবীতে এখন ETF কেনাবেচাই হয় সবচাইতে বেশী।
ETF কি বা কেন ?
নির্দিষ্ট কোন কোম্পানীর শেয়ার কেনার ক্ষেত্রে ঝুকি থাকতেই পারে। কিন্তু ETF কেনার ক্ষেত্রে তা নেই। কারণ ইটিএফ হলে অনেকগুলি কোম্পানির শেয়ারের সমাহার । ফলে নির্দিষ্ট কোন কোম্পানীর শেয়ার কেনার ঝুকি প্রায় ৯০ শতাংশ কমে যায়। এতে আপনার বিনিয়োগ থাকে অনেক বেশি সুরক্ষিত। যেমন BANKBEES একটি ETF. এই 'ব্যাঙ্কবিজ' ইটিএফ'টি কিনলে আপনি পাবেন ১২টি ব্যাঙ্কের শেয়ারের এক মিশ্র সুরক্ষা। এরকমই আছে NIFTYBEES, INFRABEES. এছাড়াও আরও অনেকগুলি ETF আছে ভারতীয় শেয়ার বাজারে। যেগুলিতে আপনি নির্ভয়ে বিনিয়োগ করতে পারেন দীর্ঘ সময়ের জন্য। এব্ং এতে আছে যথেষ্ট ভালো লাভের সম্ভাবনা। নিশ্চিতভাবেই আপনার সঞ্চয় পরিণত হবে সম্পদে। for details please visit http://www.nseindia.com/products/content/equities/etfs/equity.htm
No comments:
Post a Comment