ধরুণ আপনার ডিম্যাট ও ট্রেডিং অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। এবার আপনি শেয়ার কেনাবেচার জন্য তৈরি। কিন্তু কোন শেয়ার, কখন আপনি কিনবেন, তা কিভাবে নির্বাচন করবেন ?
এই নির্বাচন পদ্ধতির প্রধান দুটি ধারা আছে।
১) Fundamental Analysis ( মৌলিক বিশ্লেষণ ) আরেকটি
২) Technical Analysis ( প্রায়োগিক বিশ্লেষণ)।
আপনি যদি শেয়ার কেনাবেচায় সত্যিকার অর্থেই সিরিয়াস থাকেন তবে এই দুটি পদ্ধতি সম্পর্কেই আপনাকে সাধারণ জ্ঞান রাখতে হবে। আমরা তাই খুব সহজ কথায় এই বিষয়টি সম্পর্কে আপনাকে অবহিত করার চেষ্টা করব।
বিস্তারিত বলার আগে এক কথায় বলব :
Fundamental Analysis এর মাধ্যমে ভালো শেয়ার নির্বাচন করা হয়।
আর Technical Analysis এর মাধ্যমে শেয়ার কেনাবেচার ভালো সময় নির্বাচন করা হয়।
বিস্তারিত বলার আগে এক কথায় বলব :
Fundamental Analysis এর মাধ্যমে ভালো শেয়ার নির্বাচন করা হয়।
আর Technical Analysis এর মাধ্যমে শেয়ার কেনাবেচার ভালো সময় নির্বাচন করা হয়।
আপনি ভালো শেয়ার ভালো সময়ে কিনে শক্তহাতে ধররে রাখতে পারলে মুনাফা করা থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। অনেকেই ভালো শেয়ার কেনেন। এমনকি যথেষ্ট ভালো সময়ে কেনেন। কিন্তু তা ধরে রাখেন আলগা হাতে। অল্প লাভের মুখ দেখলেই তা হাত থেকে ছেড়ে দেন। পরবর্তীতে সেই শেয়ার অনেক বেশি উচ্চতায় চলে গেলে হাতের নখ কামড়ানো ছাড়া আর কোনো উপায় থাকে না। এই ব্যাপারটি এই প্রতিবেদকের ক্ষেত্রেও ঘটেছে। যাকে বলে হাড়ে হাড়ে টের পাওয়া। তাই আবার বলছি ভালো শেয়ার ভালো সময়ে কিনে শক্তহাতে ধরে রাখতে হবে।
এবার আসছি ভালো শেয়ার নির্বাচনের পন্থা Fundamental Analysis এর কথায়।
আপনি যে কোম্পানির শেয়ার কিনতে চান তার নাম শুনেছেন কিনা। সেই কম্পানির ব্যবসা কি ? সেই কোম্পানির প্রোডাক্ট আপনার পছন্দ কিনা। বাজারে সেই প্রোডাক্টের চাহিদা কিরকম ? সেই কোম্পানির ম্যানেজমেন্ট ও ব্যাবসা পদ্ধতি কতটা স্বচ্ছ এই বিষয়গুলি আপনাকে জানতে হবে। এগুলি সেই কোম্পানির সম্পর্কে সাধারণ জ্ঞান বা Common Sense। এই Common Sense আপনাকে রাখতে হবে। এরপরও আরও কিছু খুঁটিনাটি আছে যেগুলি সেই কোম্পানির Fundamental Analysis এর বিষয়বস্তু।
আগামী কাল এ বিষয়ে আরও আলোচনা হবে। ব্লগ কেমন লাগছে অনুগ্রহ করে জানাবেন।
আপনি যে কোম্পানির শেয়ার কিনতে চান তার নাম শুনেছেন কিনা। সেই কম্পানির ব্যবসা কি ? সেই কোম্পানির প্রোডাক্ট আপনার পছন্দ কিনা। বাজারে সেই প্রোডাক্টের চাহিদা কিরকম ? সেই কোম্পানির ম্যানেজমেন্ট ও ব্যাবসা পদ্ধতি কতটা স্বচ্ছ এই বিষয়গুলি আপনাকে জানতে হবে। এগুলি সেই কোম্পানির সম্পর্কে সাধারণ জ্ঞান বা Common Sense। এই Common Sense আপনাকে রাখতে হবে। এরপরও আরও কিছু খুঁটিনাটি আছে যেগুলি সেই কোম্পানির Fundamental Analysis এর বিষয়বস্তু।
আগামী কাল এ বিষয়ে আরও আলোচনা হবে। ব্লগ কেমন লাগছে অনুগ্রহ করে জানাবেন।